About
আমি মোহাম্মদ মেরাজুল হক (সাকিবুর রহমান মেরাজ)—মৌলভীবাজারের উন্নয়ন, শিক্ষা ও মানবিক সহায়তায় কাজ করা একজন অঙ্গীকারবদ্ধ ব্যক্তি। ২০১৮ সাল থেকে Moulvibazar Development Foundation-এর মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্য সহায়তা, শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী বিতরণ, আইনি সহায়তা, কারিগরি প্রশিক্ষণ এবং মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করেছি। পাশাপাশি, Moulvibazar Travels-এর মাধ্যমে ভিসা প্রসেসিং, ট্রাভেল কনসাল্টিং ও আর্ন্তজাতিক নেটওয়ার্ক তৈরিতে কাজ করি। আমার লক্ষ্য—স্বচ্ছতা, সেবা-মান এবং প্রফেশনালিজম বজায় রেখে স্থানীয় সমস্যা সমাধানে টেকসই মডেল তৈরি করা এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা।
- 🎯 মিশন: কমিউনিটি-ড্রিভেন উন্নয়ন, কর্মসংস্থান ও সেবা-মান
- 🏆 কাজের ক্ষেত্র: মানবিক সহায়তা, শিক্ষা, লিগ্যাল এইড, ট্রাভেল সার্ভিস
- 🤝 পার্টনারশিপ: স্থানীয়/আন্তর্জাতিক সহযোগিতা—উদ্যোগভিত্তিক
Skills
Highlights
MDF — মানবিক সহায়তা
বন্যা/দুর্যোগকালে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ; প্রান্তিক মানুষের দোরগোড়ায় সহায়তা।
শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
টি-গার্ডেন এলাকাসহ বিভিন্ন স্থানে শিক্ষা সামগ্রী ও সহায়তা; কারিগরি প্রশিক্ষণ উদ্যোগ।
Moulvibazar Travels
সরকারি লাইসেন্সধারী প্রতিষ্ঠান; ভিসা প্রসেসিং ও ট্রাভেল কনসাল্টিং—প্রফেশনাল সার্ভিস।
পার্টনারশিপ ও নেটওয়ার্ক
স্থানীয় থেকে আন্তর্জাতিক—বিশ্বাসযোগ্য সহযোগিতা নির্মাণ ও সার্ভিস মানের উন্নয়ন।
Contact
ই-মেইল: contact@meraz.info
ফোন: +8801712-385362 · WhatsApp
ওয়েবসাইট: moulvibazarfoundation.org · meraz.info
ঠিকানা: মৌলভীবাজার, বাংলাদেশ
এই পেজটি একদম লাইটওয়েট—কোনো এক্সটার্নাল লাইব্রেরি ছাড়াই দ্রুত লোড হয়।